সোমবার ২১ মার্চ ২০২২ - ১২:৪৬
ফ্রী মেডিকেল ক্যাম্প

হাওজা / হযরত ইমাম মাহদী (আ:) এর জন্মদিন উপলক্ষে মাহফিল ও ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, উত্তর ২৪ পরগণাহ জেলার অন্তর্গত বকচরা গ্রামে হযরত ইমাম মাহদী (আ:) এর জন্মদিন উপলক্ষে মাহফিল ও ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

উক্ত মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন ডাঃ শেখ সাহিন হাসান, (মেডিসিন), ডাঃ শুভাশিস মাইতি MBBS DCH, (PAEDIATRICIAN) [শিশুরোগ বিশেষজ্ঞ], ডাঃ এ,কে বিশ্বাস (নিলরতন), ডাঃ জাকির হোসেন (দন্তরোগ বিশেষজ্ঞ)।

উক্ত মেডিকেল ক্যাম্পে বিপুল সংখ্যক এলাকার মানুষেরা অংশগ্রহণ করেন।

পরিচালনায়ঃ হজরত আলী (আঃ) যুব ফেডারেশন কমিটি (বকচরা)।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha